ধারাভি উন্নয়ন প্রকল্পের কাজ থাকবে আদানিদের হাতেই। শুক্রবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। এদিন ধারাভি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির বেঞ্চে। সংযুক্ত আরব আমিরশাহির একটি সংস্থার পক্ষ থেকে ধারাভি উন্নয়ন প্রকল্পের জন্য প্রথমে দরপত্র জমা করে। কিন্তু ২০২২ সালে বিজেপি জোট সরকারের পক্ষ থেকে তাদের দরপত্র বাতিল করে আদানিকে পাইয়ে দেয় বরাত। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। বোম্বে হাইকোর্টে দ্বারস্থ হয় ওই বিদেশি সংস্থা। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা।
এদিন প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আদানি গোষ্টী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন রেলের কোয়াটার ভাঙা পড়েছে। এই পরিস্থিতিতে স্থগিতাদেশ আনা সম্ভব নয়। তবে মামলার নিশপত্তি করেনি শীর্ষ আদালত। আগামী ২৫ মে ফের এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।
ধারাভি প্রকল্পে ২৭০০ কোটি টাকার দরপত্র জমা করেছিল আরবের সংস্থাটি তারা আদালতে জানিয়েছে যেই দর তারা দিয়েছে তার থেকে আরও ২০ শতাংশ বেশি দিতে তারা তৈরি। এদিন দরপত্র সংক্রান্ত নথি আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
মহারাষ্ট্র সরকার ২০২২ সালে ওই দরপত্র বাতিল করে নতুন টেন্ডার ডাকে সেই সময় আদানি গোষ্টীকে তা পাইয়ে দেওয়া হয়। গত ২০২৪ ডিসেম্বর এই সংক্রান্ত মামলায় হাইকোর্ট সরকারের সিদ্ধান্তকে মান্যতা দেয়।
Dharavi project
আপাতত ধারাভি প্রকল্প থাকছে আদানিদের হাতেই, পরবর্তী শুনানি মে মাসে

×
Comments :0