CITU Construction Workers

রোজগার, পেনশনের দাবিতে নির্মাণ কর্মীদের স্মারকলিপি

জেলা

বারাকপুরে ডিএলসি দপ্তর অভিযানে বক্তব্য রাখছেন গার্গী চ্যাটার্জি। ছবি: অভিজিৎ বসু

মাসে ন্যূনতম ২৬ হাজার টাকার রোজগার নিশ্চিত করতে হবে নির্মাণ কর্মীদের। বয়স্কদের দিতে হবে মাসে ১০ হাজার টাকা পেনশন। এমন একাধিক দাবিতে বৃহস্পতিবার মিছিল করে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিলেন উত্তর ২৪ পরগনার নির্মাণ শ্রমিকরা।

জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের ডাকে বারাকপুর ডিএলসি অভিযান কর্মসূচি পালন করা হয় এদিন। উত্তর ২৪ পরগনা জেলার সিআইটিইউ’র সম্পাদক গার্গী চ্যাটার্জির নেতৃত্বে এই মিছিল হয়। স্মারকলিপি জমা দেওয়া হয় ডিএলসি অফিসে। 

বৃহস্পতিবার মিছিলে শ্রমিক বিরোধী নীতি বাতিল করার দাবি জানানো হয়। সব নির্মাণ শ্রমিকদের মজুরি মাসে ন্যূনতম ২৬ হাজার টাকা এবং বয়স্কদের প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন নিশ্চিত করার দাবি জানানো হয়। নির্মাণ শ্রমিকদের উৎসব ভাতারও দাবি জানানো হয়। 

জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ডিএলসি দপ্তরে আধিকারিকের কাছে দাবিপত্র তুলে দেওয়া হয়। বারাকপুর স্টেশনের ১৪ নম্বর রেল গেটের থেকে শুরু হয় মিছিল। নির্মাণ শ্রমিকের কাজ করেন বহু মহিলাও। তাঁদের অনেকেই শামিল হন মিছিলে। 

ছিলেন সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির নেতা শম্ভু দত্ত চৌধুরী, শিবশঙ্কর ঘোষ, দেবাশিস রক্ষিত ও অভ্র দে প্রমুখ।

Comments :0

Login to leave a comment