দেশ বাঁচাতে- রাজ্যে বদল আনতে গ্রাম-শহরে ক্ষেত খামারে শ্রমজীবী মানুষকে নিয়ে আগামী ২০ এপ্রিল ব্রিগেড গড়ে তোলার লক্ষ নিয়ে সারা ভারত কৃষক সভার ডাকে সোমবার শ্রমিক কৃষক ভবনে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভার শেষে একটি মিছিল আলিপুরদুয়ার চৌপথীতে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক অমল হালদার এবং জেলা সম্পাদক আতিউল হক।
বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার, আশিষ সরকার, পরেশ পাল গণ আন্দোলনের নেতৃত্ব তথা কৃষক সভার নেতা কিশোর দাস। সভার কাজ পরিচালনা করে জেলা সভাপতি সুখময় রায়। অমল হালদার বলেন, কর্পোরেট স্বার্থে কাজ করছে এই দুই সরকার। এদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। দুই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ব্রিগেড সমাবেশের বার্তা এলাকার প্রতিটি শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
ব্রিগেডে ১০ দফা দাবির ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের ১০ দফা দাবি সহ আলিপুরদুয়ার জেলার প্রেক্ষাপটে স্থানীয় দাবির সমর্থনে গ্রাম শহরের বুথে, ওয়ার্ডে ছোট ছোট ব্রিগেড গড়ে তোলার আবেদন জানান।
তিনি বলেন, কৃষক তাঁর ফসলে ন্যায্য দাম পাচ্ছেন না, তা নিয়ে বারবার আন্দোলনে নেমেছে সারা ভারত কৃষক সভা। কৃষককে তাঁর ফসলের দাম সহ নুন্যতম সহায়ক মূল্য সরকার দিচ্ছে না। বহু কৃষক তার ফসলের সঠিক মুল্য না পেয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মঘাতী হচ্ছেন। আরএসএস-বিজেপি কর্পোরেটদের স্বার্থ রক্ষা করছে। কর্পোরেটকে সুবিধা পাইয়ে দেবে অথচ কৃষকের শ্রমের কোনও মূল্য দেবে না। রাজ্যের কৃষক এবং কৃষক সমাজ আজ ভয়ানক ভাবে আক্রান্ত। শুধু কৃষক নয় ছাত্র, যুব, মহিলা আজ আক্রান্ত এবং অসহায় ভাবে দিন কাটাচ্ছেন।
ব্রিগেডের সমাবেশ দাবিগুলি, শ্রম কোড বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, রেল, বিদ্যুৎ, ব্যাঙ্ক, বিমা, কয়লা, ইস্পাত সহ রাষ্ট্রায়ত্ত শিল্প, কলকাতা ও হলদিয়া বন্দর বেসরকারিকরণ বন্ধ করা,স্মার্ট মিটার বাতিল, রেলযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, শ্রমিক ও খেতমজুরদের মজুরী বৃদ্ধি ও সকলের জন্য সামাজিক সুরক্ষা, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন, কৃষি ঋণ মকুব, সমবায় ব্যবস্থাকে পুনরুজ্জীবন, সার ও বিদ্যুতে ভরতুকি চালু, রেগার কাজ, বকেয়া মজুরী প্রদান, ৬০০ টাকা মজুরী ও ২০০ দিনের কাজ চালু করা। রাজ্যে শিল্পায়ন, কর্মসংস্থান, বন্ধ কলকারখানা খোলা, সরকারি জমি বেসরকারিকরণ বন্ধ করা, বস্তি উচ্ছেদ বন্ধ ও বস্তিবাসীদের পাট্টা দেওয়া, রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, দোষীদের কঠোর শাস্তি দেওয়া, আরজি কর কান্ডে অভয়ার ন্যায় বিচার ও রাজ্যে নারী সুরক্ষার নিশ্চিত করা।
Brigade Rally
ব্রিগেড সমাবেশের সমর্থনে কাউন্সিল সভা, মিছিল আলিপুরদুয়ারে

×
Comments :0