AFGANISTAN PLANE INDIA

আফগানিস্তানে ভেঙে পড়া বিমান ভারতের নয়, জানালো মন্ত্রক

জাতীয়

ছবি প্রতীকী।

আফগানিস্তানে ভেঙে পড়া বিমান ভারতের নয়। ধোঁয়াশা কাটাতে রবিবার দুপুরে জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রক। 
রবিবার রাশিয়া জানায় যে তাদের বিমান পরিবহণ ব্যবস্থায় নথিভুক্ত একটি বিমান ভেঙে পড়েছে আফগানিস্তানে। শনিবার রাতেই রাডার থেকে হারিয়ে গিয়েছিল ব্যক্তিগত ব্যবহারে চার্টার্ড বিমানটি। বিমানে ছয়জন যাত্রী ছিলেন। 
রাশিয়া জানায় যে বিমানটি উড়ান অ্যাম্বুল্যান্স হিসেবে ব্যবহার করা হচ্ছিল। দাসাউ ফ্যালকন টেন জেট বিমানে ছয়জন যাত্রী ছিলেন। 
কিছু কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে যাত্রীদের মধ্যে একজন ভারতীয় ছিলেন। তার কিছু পরে ব্যাখ্যা দেয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তবে মন্ত্রক জানিয়েছে যে বিমানটি আদতে মরক্কোয় নথিভুক্ত। ভারতীয় কোনও সংস্থার সঙ্গে বিমানের যোগ নেই। বিমানটি তেল নেওয়ার জন্য গয়ার বিমানবন্দরে নেমেছিল। উজবেকিস্তান হয়ে মস্কোয় যাওয়ার কথা ছিল।  
আফগানিস্তান জানিয়েছে যে তাদের উত্তর অংশে বাদাখশানের পার্বত্য অঞ্চলে বিমানটি ভেঙে পড়েছে।

Comments :0

Login to leave a comment