আগামী ৭ জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশকে সফল করার জন্য এসএফআই ও ডিওয়াইএফআই’র ভাতাড় ১ আঞ্চলিক কমিটির উদ্যোগে ২৬ থেকে ২৯ ডিসেম্বর পদযাত্রা শুরু হলো কর্জনা চটিতে। পদযাত্রার প্রথম দিনে ৩৯ কিলোমিটার পথ অতিক্রম করে। মাঠ ক্ষেতখামার থেকে কৃষকেরা’রা ছুটে এসে পদযাত্রীদের কাছে তাঁদের জীবন যন্ত্রণার কথা তুলে ধরেন। ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশ যোগ দেবেন বলে জানান।
পদযাত্রায় ছিলেন ডি ওয়াই এফ আই’র পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অয়নাংশু সরকার ,আঞ্চলিক কমিটির সম্পাদক শুভাশিস মিত্র ,সভাপতি সফিউল আলম, সজল মন্ডল ,ছাত্র নেতা আশিক ইকবাল সঞ্জু। ৪দিন পদযাত্রা ১৭০ কিলোমিটার পথ অতিক্রম করে আগামী ২৯ ডিসেম্বর ভাতাড় বাজারে শেষ হবে।
DYFI Brigade
ব্রিগেডে আহ্বান জানিয়ে ছাত্র যুবদের ৪ দিনের পদযাত্রা ভাতাড়ে
×
Comments :0