৭ জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেডে দলে দলে যোগ দেওয়ার আহবান জানিয়ে বৃহস্পতিবার হুগলীর আরামবাগে সিপিআই(এম)'র উদ্যোগে মিছিল হয়। আরামবাগ -২ এরিয়া কমিটির মাধবপুর গ্রাম পঞ্চায়েতের জয়সিংহচক ঢানাগাছি থেকে শুরু করে হামিরবাটি গ্রামের বেলডাঙা পর্যন্ত পাড়ায় পাড়ায় এই পদযাত্রা হয়। ব্রিগেড সমাবেশে যোগদানের পাশাপাশি ১০০ দিনের কাজ চালু করা, গরিব মানুষের আবাস যোজনার টাকার দাবিতে পদযাত্রা হয়। পদযাত্রা শেষে পথসভা হয়। ছিলেন পার্টি নেতা উত্তম সামন্ত, কাজী আব্দুল রোউপ, শান্তি মোহন সরকার, কাজী মনিরুল সহ অন্যান্যরা নেতৃবৃন্দ।
এদিকে আরামবাগ -১ এরিয়া কমিটি এলাকার কালিপুর শাখার উদ্যোগে পৌর এলাকার দুটি ওয়ার্ডের চারটি বুথে পদযাত্রা হয়। নিয়োগ দূর্নীতির বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে, পৌর এলাকার সকল গৃহহীন মানুষের আবাস যোজনা প্রকল্পে ঘর তৈরি করে দেওয়া ও ব্রিগেড সমাবেশের সমর্থনে পদযাত্রা হয়। ছিলেন সিপিআই(এম) নেতা পূর্ণেন্দু চ্যাটার্জী, এরিয়া সম্পাদক সুশান্ত মন্ডল, এরিয়া সদস্য সুদীপ্ত পোদ্দার, সুশান্ত চক্রবর্তী, গৌতম কুন্ডু, সুমন্ত ব্যানার্জী।
DYFI Brigade
ব্রিগেডে যোগ দেওয়ার আহবান জানিয়ে আরামবাগে মিছিল
×
Comments :0