DYFI Brigade Rally

ব্রিগেড সমাবেশকে সফল করতে জলপাইগুড়িতে যুবদের মিছিল

জেলা

৭ জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে ডিআইএফআই। জলপাইগুড়ি শহর লোকাল কমিটির উদ্যোগে ডিওয়াইফআই জলপাইগুড়ি জেলা অফিস ডিবিসি রোডের সামনে থেকে এক মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান বর্তমান ও প্রাক্তনী যুব আন্দোলনের নেতৃত্ব ও সদস্যরা। মিছিল শহর পরিক্রমা করে ডিবিসি রোড জেলা অফইসে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জলপাইগুড়ি জেলা সম্পাদক মন্ডলী সদস্য তথা শহর লোকাল কমিটির সম্পাদক দেবব্রত ভৌমিক, সভাপতি দেবরাজ বর্মন, ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে, সম্পাদক মন্ডলী সদস্য সুভায়ু পাল, সাগর ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি ৭ জানুয়ারি সমাবেশকে সফল করতে রাজগঞ্জ লোকাল কমিটির উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৫ থেকে ১৫ বছর বয়সী বহু ছাত্র-ছাত্রী। কর্মসূচিতে ছিলেন রাজকোট লোকাল কমিটির যুবতি টিমের কনভেনার নীলিমা বেগম, সম্পাদক মমতাজ আলী, সভাপতি কর্ম রায় হাসেন আলী প্রাক্তন যুব নেতা অশোক কুমার রায়, রতন রায়, মোস্তফা আলী সহ অন্যান্য  নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment