DYFI Brigade

ব্রিগেডে বাস যাওয়ায় সাসপেন্ড ৪ চালক, বিক্ষোভ দেগঙ্গায়

রাজ্য জেলা

ডিওয়াইএফআই’র ব্রিগেড সমাবেশে বাস নিয়ে যাওয়ায় চারজন বাস চালককে সাসপেন্ড করলো তৃণমূল প্রভাবিত ট্রেড ইউনিয়ন। এই ঘটনায় অন্যান্য বাসচালক ও কন্ডাক্টররা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে দেগঙ্গার হামাদামা বাজারে ডিএন ২৮ রুটের সমস্ত বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভে সামিল হয়। ছিলেন সিপিআই(এম) ও ডিওয়াইএফআই’র কর্মীরা। বাস চালকদের দাবি যে চারটি বাসকে তৃণমূল ট্রেড ইউনিয়ন সাসপেন্ড করেছে তাদের সাসপেনশন তুলে নিতে হবে। আর যদি সাসপেনশন না ওঠে তাহলে অনির্দিষ্টকালের জন্য ডিএন ২৮ রুটে বাস বন্ধ থাকবে। সিপিআই(এম) এবং ডিওয়াইএফআই'র নেতৃত্বে এদিন সকাল থেকে হামাদামা বাজারে বিক্ষোভ চলে। বিক্ষোভে সামিল হয় অন্যান্য বাসের চালক ও কন্ডাক্টররা। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিআই(এম) নেতা ইমতিয়াজ হোসেন বলেন, ‘‘তৃণমূল বাস ইউনিয়নকে হাতিয়ার করে আমাদের ব্রিগেড সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে টাকা দিয়ে যে বাস ভাড়া করা হয়েছিল তা আটকে দিয়েছে। পরে আমরা লাউহাটি থেকে বাস নিয়ে এসে ব্রিগেডে যাই। হামাদামা বাজারে হাড়োয়া থেকে বারাসাত ডিএন ২৮ রুটের চারটি বাস চালককে সাসপেন্ড করেছে এই ব্রিগেড সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে। তাই আমাদের পক্ষ থেকে জানাই এই বাস চালকদের উপর থেকে  সাসপেনশন তুলে নিতে হবে না হলে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ থাকবে’’।
সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন দেগঙ্গা ব্লক আইএনটিটিইউসি’র সভাপতি সাবির উদ্দিন গোলদারের দাবি দেগঙ্গা তৃণমূল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বাস চালকদের উপরে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। ডিএন ২৮ রুটে বাস হাড়োয়া থেকে থেকে বারাসাত যায়। এবারে এই ঘটনার সঙ্গে তৃণমূলের যদি কেউ জড়িত থাকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Comments :0

Login to leave a comment