কংগ্রেস শনিবার জানিয়েছে যে তারা আয়কর বিভাগ থেকে গতকাল রাতে আরও দুটি নোটিশ পেয়েছে, ১,৮০০ কোটি টাকারও বেশি করের নোটিশ পাওয়ার একদিন পরেই।এক সাংবাদিক সম্মেলনে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘‘গতকাল রাতে আমাদের কাছে আরও দুটি নোটিশ পাঠানো হয়েছে’’।
রমেশের পুনরাবৃত্তি করেছিলেন যে কংগ্রেসকে ‘‘কর সন্ত্রাসের’’ লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের পঙ্গু করে দিতে চাইছেন। এদিকে, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার দাবি করেছেন, তিনি আয়কর দপ্তর থেকে নোটিস পেয়েছেন।
তিনি বলেন, ‘‘গতকাল রাতে আয়কর দপ্তর থেকে নোটিস পেয়েছি। আমি হতবাক হয়ে গেলাম। বিষয়টি আগে থেকেই ক্লোজড ছিল। ওরা (বিজেপি) কংগ্রেস ও ইন্ডিয়া ব্লককে ভয় পাযচ্ছে’’।
Comments :0