weather

পারদ নামতে আরও দু’দিন, জানালো পূর্বাভাস

রাজ্য কলকাতা

মার্চেই দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ শুরু হয়েছে। শনিবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও নদীয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু এখন ভ্যাপসা গরম থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। 
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ২০ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ২০, ২১, ২২ মার্চ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও কমবে।

Comments :0

Login to leave a comment