মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত গলায় কই মাছ আটকে সাগর রায়(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গ্রাম গোয়াল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টির জল পুকুর ডুবে রাস্তার উপর দিয়ে বইতে থাকে। সেই জলে কই মাছ ভেসে যেতে দেখে সাগর প্রথমে দু’হাতে দু’টি কই মাছ ধরেন। পরে রাস্তায় আরেকটি কই মাছ দেখতে পেয়ে তা ধরতে যান তিনি।
একটা কই মাছ ধরে মুখে রেখে আরেকটা মাছ ধরার চেষ্টা করেন সাগর। মুখে রাখা কই মাছ গলায় আটকে যায়। দম বন্ধ হয়ে যায় যুবকের। তড়িঘড়ি স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে।
ছেলের অকস্মাৎ মৃত্যুর খবরে শোক স্তব্ধ হয়ে পরেন তাঁর মা লক্ষ্মী রায়। পরিবারে শোকের আবহ তৈরি হয়। মা লক্ষী রায় বলেন, ‘‘সাগর সকালে কই মাছ ধরছিল। দু’হাতে দু’টো কই মাছ ধরেছে। তখন জলে আরেকটা মাছ লাফাচ্ছে দেখে সেটাকে ধরতে যাচ্ছিল। একটা মাছ মুখে ধরে আরেকটা তুলতে যাচ্ছিল। সেই সময়ই মুখের ভিতর মাছটা চলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।’’
জানা গেছে বছর ছয়েক আগে বিবাহ করেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বিয়ের কিছুদিন পর থেকে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম ঝাপানডাঙ্গা এলাকায় ভাড়া থাকতেন। যুবকের পরিবার থাকে পান্ডুয়ায়।
Koi Fish
গলায় কই মাছ আটকে যুবকের মৃত্যু!
×
Comments :0