পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। অন্তত নয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই বিস্ফোরণের সঙ্গেও তৃণমূল যোগ মিলেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন৷ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পুলিশের সামনেই দেহ সরানোর অভিযোগও উঠেছে। পুলিশ স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। বাজি কারখানা অবৈধ। অভিযোগ, বাজি কারখানার আড়ালে বোমা তৈরি করা হচ্ছিল।
অভিযোগ এগরার সাহাড়া অঞ্চলের ১৭৭ বুথে খাদিকুল গ্রামের তৃণমূল নেতা কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের বাজি কারখানার আড়ালে বোমা তৈরি চলছিল। বিস্ফোরণে ৯ জন মারা গেছে বলে খবর। কিন্তু স্থানীয়দের মন্তব্য মৃতের সংখ্যা অনেক। এগরার ওই গ্রামের দূরে মাঠের দিকে ফাঁকা মাঠে তৃণমূল নেতা বাজি কারখানার মালিক ভানুর বাড়ি। ভানুকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না।
এলাকার মানুষের অভিযোগ বেশ কিছু দেহ লোপাট করার চেষ্টা করছে তৃণমূলের লোকজন। আহতদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দমকল বাহিনী এবং পুলিশ কিছু দেহ উদ্ধার করেছে। স্থানীয় মানুষের অভিযোগ পুলিশের সামনেই দেহ পাচার করে ওডিশার দিকে পাঠানো হয়েছে।
সিপিআই(এম) নেতা এবং সিআইটিইউ জেলা সম্পাদক সুব্রত পন্ডা বলেন, বখরা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার তৃণমূল। দল বারুদের স্তূপে বসে আছে। প্রশাসনের কোন নিয়ন্ত্রণ না থাকায় এইসব কান্ড ঘটিয়ে চলেছে তৃণমূলের দল। সামনের পঞ্চায়েত নির্বাচন থাকার ফলে তৃণমূল বোমা মজুত করছে। ওই নেতা বাজি কারখানার আড়ালে বোমা তৈরি করত। গ্রামবাসী পুলিশকে সামনে পেয়ে তাড়া করছে। এর আগে বাজি কারখানার মালিককে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। তৃণমূলের মদতে ছাড়াও পেয়েছে। একাংশের সন্দেহ বাজি কারখানার আড়ালে ওখানে বাড়ি তৈরি হয়।
Comments :0