প্রায় ৫৮ লক্ষ নাম্বার গিয়েছে এস আই আর এর খসড়ায়। বাঁধ দেওয়া নামের তালিকা আলাদা করে প্রকাশ করেছে কমিশন। খসড়া বাদ গিয়েছে মুখ্যত মৃত অনুপস্থিত এবং স্থানান্তরিতদের নাম।
খসড়া তালিকা প্রকাশ
এসআইআর’র বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ পর্ব ১১ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ৩১ জানুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। যাঁরা ফরম ফিলআপ করে জমা দিয়েছেন, তাঁদের প্রত্যেকের নাম থাকার কথা এই খসড়া তালিকায়। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও যদি বর্তমান ভোটার তালিকার নামের সাথে অমিল থাকে তাহলে তাদের শুনানিতে ডাকার সম্ভাবনা রয়েছে।
কমিশনের তরফে বলা হয়েছে, অনলাইলের সঙ্গে অফলাইনেও ভোটার তালিকায় নিজের নাম দেখা যাবে। বিএলও’দের কাছে যেমন খসড়া ভোটার তালিকা থাকবে তেমনি রাজনৈতিক দলের কাছে যেমন খসড়া ভোটার তালিকা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অফলাইনে ভোটার তালিকায় নাম আছে কিনা দেখে নেওয়া যাবে বিএলও ও স্বীকৃতি রাজনৈতিক দলের কাছে থেকে। অনলাইনে এপিক কার্ড নাম্বরের সঙ্গে নামও লাগবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in কিংবা eci net অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিতে হবে। তাতেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা।
এ ছাড়া, সংশ্লিষ্ট ভোটারের জেলার তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কি না, তা দেখা যাবে।
SIR BENGAL
এসআইআর’র খসড়ায় বাদ নামের আলাদা তালিকা কমিশনের
×
Comments :0