শ্রমিক স্বার্থবিরোধী নতুন শ্রমকোড বাতিল, বিধিবদ্ধ কাজের নিয়ম কার্যকর করা এবং সেলস প্রোমোশন এমপ্লয়িজ আইন, ১৯৭৬ বহাল রাখার দাবিতে মঙ্গলবার জলপাইগুড়িতে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন( ও ফেডারেশন অব মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনস অব ইন্ডিয়া-র ডাকে দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। উত্তরবঙ্গের ছয়টি জেলা থেকে প্রায় তিনশোরও বেশি মেডিকেল ও সেলস প্রোমোশন কর্মী জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে জমায়েত হয়ে ধরনা ও বিক্ষোভে অংশগ্রহণ করেন।
ধরনা মঞ্চ থেকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতৃত্ব বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য নেতৃবৃন্দ। সিআইটিইউ'র পক্ষ থেকে বক্তব্য রাখেন ধ্রুবজ্যোতি গাঙ্গুলি। বিক্ষোভ সভায় বক্তারা বলেন, "কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন শ্রমকোড আসলে শ্রমিকদের দীর্ঘদিনের লড়াইয়ে অর্জিত অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। এই শ্রমকোডের মাধ্যমে স্থায়ী কাজকে অস্থায়ী করা, কাজের সময় বৃদ্ধি, সামাজিক সুরক্ষা হ্রাস এবং ট্রেড ইউনিয়নের অধিকার দুর্বল করার চেষ্টা চলছে। বিশেষ করে সেলস প্রোমোশন এমপ্লয়িজ আইন, ১৯৭৬ বাতিল বা কার্যত অকার্যকর করার উদ্যোগের অর্থ হলো মেডিকেল সেলস কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি অস্বীকার করা, যা সম্পূর্ণ শ্রমিক বিরোধী।"
বিক্ষোভ সভায় পর প্রতিবাদী মিছিল শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সংগঠনের নেতৃত্ব জেলা আধিকারিকের মাধ্যমে কেন্দ্রীয় শ্রম দপ্তরের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন। জেলা আধিকারিকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করে তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর আশ্বাস দেওয়া হয়। সামগ্রিকভাবে এই আন্দোলন কর্মসূচি সফলভাবে রূপায়িত হয়।
Comments :0