টাকা দিয়ে ‘আপ’ বিধায়ক কেনার অভিযোগ তুলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি’র বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগে সরব হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার তাঁর বাড়িতেই পৌঁছালো দিল্লি পুলিশ।
সদ্যই কেজরিয়ালকে পঞ্চমবারের জন্য সমন পাঠিয়েছে কেন্দ্রের ইডি। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ পৌরছালো তাঁর বাড়িতে।
কেজরিয়াল অভিযোগ করেছিলেন যে একেকজন বিধায়ককে ২৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছে বিজেপি। ‘আপ’ বলেছে, দিল্লির বিধানসভা ভোটে হেরেছে বিজেপি। ‘আপ’ সরকার ফেলতে সবরকমের নোংরা কৌশল ব্যবহার করছে।
দিল্লির আবগারি লাইসেন্স বিলিতে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি। কেজরিওয়ালকে সেই তদন্তেই জিজ্ঞাসাবাদের নোটিস পাঠানো হয়। কেজরিওয়াল যদিও ইডি’র দপ্তরে হাজিরা দেননি।
KEJRIWAL DELHI POLICE
এবার কেজরিওয়ালের বাড়িতে দিল্লি পুলিশ
×
Comments :0