Smart Meters

স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ-ডেপুটেশন

জেলা

শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠনগুলি একত্রিতভাবে স্মার্ট মিটারের বিরোধিতা এবং বিদ্যুৎ বিল মাসের বিল মাসে দেওয়ার দাবিসহ ১৩ দফা দাবি নিয়ে মারিশদা কাস্টমার কেয়ার স্টেশন ম্যানেজারের কাছে ডেপোটেশন দেওয়া হয় বৃহস্পতিবার।
কনজিউমার গৃহস্থকে না জানিয়ে হঠাৎ করে বিদ্যুৎ দপ্তরে কর্মীদের বিনা অনুমতিতে তাদের বাড়িতে  স্মার্ট মিটার লাগানোর অপকৌশল চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ দপ্তর। কোথাও কোথাও বাড়ির মালিক না থাকলে পরিবারের লোকজনকে ভুল বুঝিয়ে স্মার্ট মিটার লাগানোর অভিযোগের খবর বিভিন্ন জায়গা থেখে আসছে। এসবের প্রতিবাদে এদিন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ মারিশদা ব্লকের সিআইটিইউ,  সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়।
আন্দোলনকারীরা জানান, প্রিপেইড স্মার্ট মিটার বসানোর ব্যবস্থা সহ বিদ্যুত  বেসরকারীকরণের সব প্রক্রিয়া বাতিল করতে হবে। তিন মাসের পরিবর্তে প্রতি মাসে মিটার রিডিং ও বিল নিতে হবে। দরিদ্র মানুষকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত এর বিল ছাড় দিতে হবে। বকেয়াসহ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। অস্থায়ী ঠিকা ক্যাজুয়াল ও পার্ট টাইম কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। বিদ্যুত কর্মীদের সমকাজে সমবেতনে নূন্যতম মাসিক মজুরি ২৬০০০ টাকা দিতে হবে। বিকল্প  কর্মসংস্থানের ব্যবস্থা না করে কর্মী ছাঁটাই করা চলবে না। যে সকল মৌজায় পাড়াতে বিদ্যুত পৌঁছায়নি দ্রুত সরকারি ব্যবস্থাপনায় কাজ করতে হবে। কৃষিকাজে কৃষকদের বিদ্যুতে ভর্তুকি দিতে হবে। অতিরিক্ত,  ভুয়ো বিল গ্রাহক দের পাঠানো বন্ধ করতে হবে। হুকিং বা অসাধুপথে যারা বিদ্যুত চুরি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মিছিল মারিশদা বাজার এলাকায় পরিক্রমা করে মিছিল সাব স্টেশনের দিকে এগোতে থাকলে পুলিশ মিছিলে পথ আটকায়। ডেপুটেশন দিতে যেতে বাধা সৃষ্টি করে। আন্দোলনকারীরা রাস্তা বসে বিক্ষোভ দেখান। নেতৃত্বদের সঙ্গে পুলিশের বসচা বাঁধে পরবর্তীকালে। আধিকারিক এসে প্রতিনিধিদের সাথে কথা বলার পর অবস্থান তুলে নেওয়া হয়। ডেপুটেশন গ্রহণ করেন। উপস্থিত শ্রমিক- কৃষক- খেতমজুর ইউনিয়নের জেলা নেতৃত্ব ও বক্তব্য রাখেন।

Comments :0

Login to leave a comment