আবার দুর্ঘটনা ঘটলো দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। বৃহস্পতিবার রাতে প্ল্যান্টের ৩ নম্বর ইউনিটে ব্লাস্ট ফার্নেসে কাজ করার সময় তিনজন ঠিকা শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। আহত শ্রমিকরা ঝাড়খন্ডের বাসিন্দা। কাজের বরাত পাওয়া একটি ঠিকা সংস্থার কর্মী ছিলেন এঁরা। ব্লাস্ট ফর্নেসে প্লেট কাটিং করার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। আহতদের ডিএসপি প্ল্যান্ট মেডিকেলে আনা হয়। দুই জনকে ডিএসপি মেন হাসপাতালে আনা হয়।
ডিএসপি’তে উপর্যুপরি দুর্ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে শ্রমিক মহলে। সিআইটিইউ নেতা বিশ্বরূপ ব্যানার্জি বলেন, গত ২৯ তারিখ স্টিল মেল্টিংশপে বেসিক অক্সিজেন ফার্নেসের ২ নম্বর কানভার্টারে বিষ্ফোরণে একজন আধিকারিক সহ কর্মরত পাঁচজন শ্রমিক আহত হন। গলিত ইস্পাতে পুড়ে যাওয়া দুইজন ট্রেড অ্যাপ্রন্টিসের মৃত্যু হয়েছে। ট্রেড অ্যাপ্রন্টিসদের নিয়ম বিরুদ্ধ ভাবে উৎপাদনের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে।
বুধবার সিআইটিইউ সহ সাতটি শ্রমিক সংগঠন যৌথ বিক্ষোভ করেছেন ডিএসপিতে। ডায়রেক্টার ইনচার্জের উদ্দেশ্যে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়েছে, কাজের জায়গায় নিরাপত্তা নিশ্চিত করো। কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণ প্রয়োজন। শ্রমিক কমে গেছে। শ্রমিক নিয়োগ করতে হবে। অস্বাস্থ্যকর কাজের পরিবেশ। গ্যাস লিকের ঘটনা প্রায়ই ঘটছে। দুর্ঘটনায় জীবনহানী হচ্ছে। প্রতিটি দুর্ঘটনার পরে নিয়ম মাফিক কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির সুপারিশ কিছু পাওয়া যায়না। দাবি জানানো হয়েছে, তদন্ত কমিটিতে ইউনিয়নগুলির প্রতিনিধিদের যুক্ত করতে হবে। ডিপার্টমেন্ট অব সেফটি কমিটি, ডিপার্টমেন্টালসেফটি কমিটি, প্ল্যান্ট লেভেল সেফটি কমিটিগুলির নিয়মিত বৈঠক ও সক্রিয়তা দাবি করা হয়েছে।
Durgapur Steel Plant
ফের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা, জখম ৩
×
Comments :0