এবার কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের কন্যা বীণা বিজয়নের বিরুদ্ধে অর্থ নয়ছয়ের অভিযোগে মামলা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নির্বাচনের মুখে দেশজুড়ে হঠাৎই তৎপর হয়ে উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপি’র শাখা সংগঠনের মতই দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীকে দুর্নীতির মামলায় ফাঁসি দিয়ে আটক করে রাখা হচ্ছে। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরপরই দিল্লির আপ সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিআরএস নেতা এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা রাওকে নিজেদের হেপাজতে নিয়ে জেলে বন্দি করে রেখেছে ইডি। এবার বিজয়নের কন্যা বীণা তাদের লক্ষ্য। তথ্যপ্রযুক্তি সংস্থা চালান বীণা। কাজ করে দেওয়ার সুবাদে এই সংস্থার অ্যাকউন্টে যে টাকা জমা পড়েছে তার মধ্যে দু’টি ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ করেছে ইডি। তাদের অভিযোগ, কোচি মিনারেলস এবং রুটাইল লিমিটেডের কাছ থেকে ১ কোটি ২১ লক্ষ টাকা অবৈধভাবে জমা বীণার সংস্থার অ্যাকাউন্টে জমা পড়েছে। এর আগে কেন্দ্রের কর্পোরেট মন্ত্রকের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই ইডি বীণা বিজয়নের সংস্থার বিরুদ্ধে তদন্তে নামে। এদিনই মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপ ব্যাবাহারের অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী বিজয়ন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে।। এদিন কোল্লাম একটি অনুষ্ঠানে ভাষণে বিজয়ন বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতেও অযাচিতভাবে নাক গলাচ্ছে মোদী সরকার।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন সিপিআই(এম) কেরালা রাজ্য সম্পাদক এবং পার্টির পলিট ব্যুরো সদস্য এমভি গোবিন্দন। ইডি’র কি আদৌ কোনও বিশ্বাসযোগ্যতা আছে? এদিন তিরুবনন্তপুরমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন গোবিন্দন। তিনি বলেন, অতীতে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থাগুলির মধ্যে ইডিও অন্যতম ছিল। কিন্তু সম্প্রতি ইডি’র ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্টও এই তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা চলে গেছে বলে মন্তব্য করেছে। তিনি বলেন এই মামলা যথাযথভাবে মোকাবিলা করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে লক্ষ্য করেই ইডি এই মামলা সাজিয়েছে কিনা এই প্রশ্নের জাববে গোবিন্দন বলেছেন, রাজনীতিতে কোনও ব্যক্তিকে লক্ষ্য করে কোনও দল বা নেতা কিছু অভিযোগ আনতে পারেন। কিন্তু এখানে প্রশ্ন হলো কে অভিযোগ করছে। ইডি এখন বিজেপি’র দলদাসের মতো কাজ করছে। এই ধরনের ষড়যন্ত্রের সমানে সিপিআই(এম) এবং তার কর্মী, সমর্থকরা কখনই মাথা নোয়াবে না। — পিটিআই
Kerala CM's Daughter
এবার বিজয়নের কন্যার বিরুদ্ধে মামলা ইডি’র
×
Comments :0