পৌর নিয়োগ দুর্নীতি তদন্তে মঙ্গলবার সকাল থেকে কলকাতার বেশ কয়েকটি অঞ্চলে তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি।
বেলেঘাটা অঞ্চলের হেমচন্দ্র নস্কর রোড এলাকার বেশ কয়েকটি বাড়িতে এই তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা।
এদিন ৭৫, হেমচন্দ্র নস্কর রোডের একটি বাড়িতে অভিযান চালায় ইডি।
কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি মঙ্গলবার সকাল থেকে এই অভিযান চালায়।
উল্লেখ্য, এই তদন্তে সম্প্রতি দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস এবং তাঁর ছেলের রেস্তোরাঁয় তল্লাশি অভিযান চালায় ইডি। কিন্তু নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থা দুর্নীতি মামলায় তৎপরতা দেখালোও পরে চুপচাপ হয়ে যেতে দেখা গিয়েছে।
ED Raid
ফের ইডির হানা শহর কলকাতায়
×
Comments :0