Earthquake

কলকাতায় ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

জাতীয় আন্তর্জাতিক

Earthquake


ভূমিকম্পে কেঁপে উঠল আসামের রাজধানী গুয়াহাটি, মেঘালয়, শিলচর সহ বিভিন্ন এলাকা। সোমবার ৮টা ১৯ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয় কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের একাধিক জেলায়। বাংলাদেশের রাজধানী ঢাকার আশেপাশের এলাকা ছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় সোমবার সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হয়। ভারত, বাংলাদেশ ছাড়াও এদিন কম্পন অনুভূত হয় মায়ানমার, ভূটানের বহু জায়গায়। 

ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের করিমগঞ্জ জেলা থেকে ১৮ কিলোমিটার উত্তরপশ্চিমে। ভূ–পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪। কলকাতায় মৃদু ভূমিকম্প অনুভূত হলে অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তবে এদিনের ভূমিকম্পে এখনও প্রর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।  

 

Comments :0

Login to leave a comment