Fire Cambodia

কম্বোডিয়ার হোটেলে আগুন, মৃত ১৯

আন্তর্জাতিক

রাতের অন্ধকারে লাগল আগুন (Fire)। কিছু বুঝে ওঠার আগে কয়েকশো অতিথি এবং হোটেলকর্মী বন্দি হয়ে পড়লেন ধোঁয়ার জালে। কম্বোডিয়ার গ্র্যান্ড ডায়মন্ড সিটি বিল্ডিংয়ে আগুনে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করল প্রশাসন। 

কম্বোডিয়া (Cambodia)'র পোয়পেতের এই হোটেল থাইল্যান্ড  (Thailand) সীমান্ত ঘেঁষে। আহতদের অনেককে থাইল্যান্ডের হাসপাতালেও পাঠানো হয়েছে। বুধবার গভীর রাতে লাগে আগুন। বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত ধ্বংসস্তূপ সরানো যায়নি।

প্রশাসন জানিয়েছে, বেশ কিছু দেওয়াল ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে মেঝেও। তার নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন। 

বুধবার গভীর রাতে আগুনের খবর পেয়ে ছুটে যান উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। কিন্তু ঘন ধোঁয়ার আস্তরণ এবং তীব্র তাপের মধ্যে বিপন্নদের কাছে পৌঁছাতে সমস্যা হচ্ছিল। কয়েকজনকে উঁচু ছাদ থেকে মাটিতে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। মৃতের সংখ্যা বাড়বে বলে অনুমান। 

Comments :0

Login to leave a comment