সোমবার আইএসএলে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি জামশেদপুর ও চেন্নাই । খেলা শুরু সন্ধ্যা ৭ : ৩০ টায়। একমাত্র ভারতীয় কোচ খালিদ জামিলের জামশেদপুর এফসির শুরুটা ভালো হলেও গত ম্যাচে নর্থইস্টের কাছে মুখ থুবড়ে পড়েছে জর্ডান মারেরা । ৫ -০ গোলে গুয়াহাটিতে লজ্জার হার জামশেদপুরের । কিন্তু ম্যাচ হেরেও বর্তমানে বেশ ভালো জায়গায় রয়েছে খালিদের দল । ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে জামশেদপুর । চেন্নাইকে হারাতে পারলেই মোহনবাগানকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসবে জামশেদপুর । দলে জর্ডান মারে , জাভি , সিভেইরো তোরোরা যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন । ঘরের মাঠে জয় ছিনিয়ে নিয়ে টেবিলে নিজেদের স্থান পরিবর্তন করাটাই আসল উদ্দেশ্য খালিদের । অন্যদিকে গত ম্যাচে পাঞ্জাবের কাছে হেরেছে ওয়েন কয়েলের দল । ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে চেন্নাই । এই মরশুমে দলের নতুন সংযোজন ঘটেছে কিয়ান , চিমা চুকুদের । নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে নামতে মুখিয়ে রয়েছেন চিমা । ২০১৫ ও ২০১৭ র চ্যাম্পিয়নরা গত কয়েক মরশুম ধরেই ভালো ফল করতে পারছেনা । গত মরশুমেও তারা শেষ করেছিল টেবিলের শেষের দিকে । সোমবারের ম্যাচে নিজেদের তৃতীয় জয় তুলে নিতে চায় চেন্নাই । এখনো পর্যন্ত মোট ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল । যার মধ্যে ৬ বার জিতেছে জামশেদপুর ও ৩ বার জিতেছে চেন্নাই ।
Comments :0