Saddam Hussein's Daughter

সাত বছরের কারাদণ্ড সাদ্দাম হোসেনের মেয়ের

আন্তর্জাতিক

 

সাদ্দাম হোসেনের নির্বাসিত কন্যা রাঘাদ সাদ্দাম হোসেনকে তার বাবার নিষিদ্ধ বাথ পার্টির প্রচারের জন্য বাগদাদের একটি আদালত সাত বছরের কারাদণ্ড দিয়েছে।
২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হুসেনকে ক্ষমতাচ্যুত করার পর দলটি বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়।

সংবাদ সংস্থা জানিয়েছে, রাঘাদ হুসেনকে ২০২১ সালে একটি টেলিভিশন সাক্ষাতকারের সময় বাথ পার্টির প্রচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। রবিবার রাঘাদের অনুপস্থিতিতে সাজা দেওয়া হয়। নিউজ চ্যানেল দেওয়া এক সাক্ষাৎকারে রাঘাদ ইরাকে ইরানি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাবা সাদ্দাম হোসেনের নিষিদ্ধ বাথ পার্টির ‘প্রচার’ চালানোর জন্য নির্বাসিত কন্যাকে এই কারাদণ্ড দেয়া হয়। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দলটি বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়।
আদালতের এই রায় সংবাদ সংস্থা পর্যালোচনা করতে সক্ষম হয়েছে। রাঘাদ সাদ্দাম হোসেন তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। তাদের ভাই উদয় এবং কুসে ২০০৩ সালে মসুলে মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর তার দল বাথ পার্টিকে বিলুপ্ত ও নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Comments :0

Login to leave a comment