Fire

হাওড়ায় প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ড

জেলা

 

বেলুড়ের বি কে পাল টেম্পল রোডে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। এই মুহুর্তে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আরো চারটি ইঞ্জিন আসছে বলে জানা গেছে। জনবহুল এলাকায় এই ঘটনায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল।

শুক্রবার সকালে বেলুড়ের বি কে পাল টেম্পল রোডে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন দেখতে পান স্থানীয়রা। তারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৪ টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতোটাই ছিল যে, বহুদূর থেকেও কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। দমদমকর্মীদের দীর্ঘ চেষ্টায় বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে পকেট ফায়ার নেভানোর কাজ এখনও চালাচ্ছেন দমকলের আধিকারিকরা। জানা যাচ্ছে, প্লাস্টিক তৈরির কাঁচামাল বিপুল পরিমাণে মজুত ছিল ওই কারখানায়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পরে। ওই কারখানায় আদৌ সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, কীভাবেই’বা আগুন লাগলো, সব কিছুই খতিয়ে দেখা শুরু হয়েছে দমকলের পক্ষ থেকে। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান দমদম সময়মতো না এসে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেত।

Comments :0

Login to leave a comment