মনু ভাকেরের কোচ তিনি। নিজেও আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেই সমরেশ জঙ্গের কাছেই পৌঁছেছে বাড়ি ভাঙার নোটিস।
দিল্লির সিভিল লাইন্সে খাইবার পাস এলাকায় বাড়ি জঙ্গের। তাঁর প্রশিক্ষণে প্যারিস অলিম্পিকে পদক পেয়েছেন সর্বজ্যোৎ সিংও।
দিল্লির ভূমি ও উন্নয়ন দপ্তর জঙ্গকে নোটিসে বলেছে, প্রতিরক্ষা মন্ত্রকের মালিকানধীন জমিতে বাড়িটি তাঁর অবৈধ। এই বাড়ি ভাঙা হবে। বাড়ি ছাড়ার জন্য মাত্র দু’দিন সময় দেওয়া হয়েছে।
জঙ্গের পরিবার বা প্রতিবেশিরা জানিয়েছেন এমন নোটিশ এসেছে তাঁদের কাছেও। অনেকেই এই এলাকায় রয়েছেন ১৯৫০ থেকে। আদালতে আবেদন জানালেও সেই প্রয়াস ব্যর্থ হয়েছে। সোশাল মিডিয়ায় জঙ্গ বলেছে বাড়ি খালি করার জন্য অন্তত ২ মাস সময় দেওয়া হোক।
SAMARESH JUNG
ভাঙা হবে বাড়ি, নোটিস মনু ভাকেরের কোচকে
×
Comments :0