Blood Donation in Alia

আনিসের স্মরণে রক্তদান শিবির আলিয়ায়

রাজ্য কলকাতা

একবছর পার। এখনও পর্যন্ত আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র নেতা আনিস খানকে যারা খুন করলো তারা গ্রেপ্তার হয়নি। রাতের অন্ধকারে বাড়ির ছাদ থেকে আনিসকে ফেলে দিয়ে যারা খুন করলো তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। 

যেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে জমি বেহাত হয়ে যাওয়ার বিরুদ্ধে শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে সরাসরি সংঘাতে যায় আনিস, আজ সেখানে তাঁর স্মরণে চলছে রক্তদান শিবির। 

সোমবার সকাল থেকে আনিস খানের স্মরণে বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে শুরু হয়েছে এই রক্তদান শিবির। কোন রাজনৈতিক ছাত্র সংসগঠন নয়। আলিয়ার ছাত্ররাই এই রক্তদান শিবির করছে। বহু বর্তমান এবং প্রাক্তন ছাত্র এই শিবিরে রক্তদানের জন্য উপস্থিত হয়েছেন। আনিস খানের দীর্ঘদিনের বন্ধু আলিয়ার প্রাক্তন ছাত্র রকিবুল ইসলাম রক্তদান করেছেন।

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জানিয়েছেন, আনিসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রক্তদান শিবির। তাদের কথায় আনিসের হত্যার বিচারের জন্য এবং আলিয়া বিশ্ববিদ্যালয় বাঁচানোর জন্য তাদের যেই লড়াই সেই লড়াই চলবে।     

Comments :0

Login to leave a comment