দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে চলন্ত বাসে আগুন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। বাসটি হাওড়া আমতা থেকে ধর্মতলায় যাচ্ছিল। বাসে আগুন লাগার পরে মুহুর্তের মধ্যে বাসে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাসটি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক ও যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। ফলে হতাহতের কোন ঘটনা ঘটে নি। খবর পেয়ে দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান বাসের ইলেকট্রিক্যাল সটসার্কিট থেকেই আগুন লাগতে পারে। বাসে আগুন লাগায় বন্ধ হয়ে যায় দ্বিতীয় হুগলি সেতুর একদিকের রাস্তায় যান চলায়। আগুন নিভে যাবার পর যানচলা স্বাভাবিক হয়। বাস যাত্রী তারকনাথ মন্ডল জানান, বাসের ভিতরে প্রথমে একটা পোড়া গন্ধ টের পাওয়া যায়। বাসটি যখন দ্বিতীয় হুগলি সেতুর মূল অংশ পেরিয়ে কলকাতার দিকে নামছিল। সেই সময়ে বাসের ভিতরে ধৌঁয়ায় ভর্তি হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসের ভিতরে থাকা সকলে। বাস থেকে নামতে হুড়োহুড়ি পড়ে যায়। সকালের দিকে বাসে কম যাত্রী থাকায় সকলেই নিরাপদে বাস থেকে নেমে পড়েন। যাত্রীরা চোখের সামনেই বাসটিকে পুড়ে যেতে দেখে।
Fire breaks out on moving bus
চলন্ত বাসে আগুন, নিরাপদে যাত্রীরা

×
Comments :0