FIRE KALIACHAK

কালিয়াচকের গ্রামে ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত ২

জেলা

কালিয়াচক-৩ ব্লকের পারদেওনাপুর শোভাপুর অঞ্চলের পার অনুপ নগর গ্রামে আগুনে জ্বলছে পরপর ঘর। ছবি: উৎপল মজুমদার

মঙ্গলবার দুপুরে কালিয়াচক-৩ ব্লকের পারদেওনাপুর শোভাপুর অঞ্চলের পার অনুপ নগর গ্রামে বিধ্বংসী অগ্নিকান্ডে ১৮টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ঘরে থাকা যাবতীয় সম্পদ পুড়ে গেছে। এমনকি  প্রতিটি বাড়িতেই বেশ কয়েকটি ছাগল ছিল, তাও আগুনে পুড়ে গেছে। 
গ্রামের এক মহিলা ফুলটুলি চৌধুরী ( ৩২ ) ও তাঁর স্বামী শঙ্কর চৌধুরী জ্বলন্ত ঘর থেকে সন্তানকে বের করতে গিয়ে ঝলসে যান। তাঁদের মুর্শিদাবাদের জঙ্গীপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এই গ্রামটির বাসিন্দারা মুখ্যত মৎস্যজীবী। নদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দা তাঁরা। পুরুষেরা সকালে উঠে মাছ ধরতে গঙ্গায় চলে যান। দুপুরে যখন আগুন লাগে তখন গ্রামে প্রায় কোনও পুরুষ ছিলেন না। 
অনুমান, কারও রান্নাঘর থেকে পাশের ঘরে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে আশপাশের অনেকে ছুটে আসেন। জমিতে জল দেওয়ার পাম্প থেকে জল তুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সিপিআই(এম) কর্মীরাও ঝাঁপিয়ে পড়েন আগুন নেভাতে। 
বিডিও সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরাও ঘটনাস্থলে আসেন। বিপন্ন পরিবারের সদস্য ও গ্রামের মানুষ দ্রুত ত্রাণ দেওয়ার আবেদন জানান।

Comments :0

Login to leave a comment