হিমাচল প্রদেশের সোলানে আগুনের মধ্যে আটকে পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। মর্মান্তিক এই ঘটনা সোলানের আরকি মহকুমার বাসস্ট্যান্ডের।
সোমবার পুলিশ জানায় যে ভোররাতে আগুন লাগে। নেপালের বাসিন্দা কয়েকজন ওখানে কাজ করতেন। তাঁদেরও খোঁজ মিলছে না। বাসস্ট্যান্ডে যে এলাকায় আগুন লাগে তার মধ্যে আটকে পড়ে ওই কিশোর। বছর আটেকের ওই কিশোরের নাম প্রিয়াংশ। বাড়ি বিহারে।
সোলানের পুলিশ সুপার গৌরব সিং জানিয়েছেন আগুন লাগার খবর পেয়ে দ্রুত যায় দমকল। পৌঁছায় রাজ্য এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কাঠের তৈরি একটি বাড়িতে লাগে আগুন। অন্যান্য ঘরবাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। অন্তত ১০-১৫টি দোকান এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Fire Solan
হিমাচলে আগুনে আটকে পড়ে মৃত্যু কিশোরের, নিখোঁজ একাধিক
×
Comments :0