Incovac vaccine

বাজারে এলো ইনকোভাক

জাতীয়

বাজারে এলো করোনার নাকে টানা টিকা(vaccine)। ভারত বায়োটেকের তৈরি ইনকোভাক (Incovac) নাকে স্প্রে করে নেওয়া যাবে বলে দাবি চিকিৎসা বিজ্ঞানীদের। সরকারি ক্ষেত্রে এই স্প্রে পাওয়া যাবে ৩২৫ টাকায় এবং বেসরকারি ক্ষেত্রে মিলবে ৮০০ টাকায়। বৃহস্পতিবার এই নাকে টানা টিকা উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং।


ডিসেম্বরের ২০২২(2022) ভারত বায়োটেক ২-য় ধাপে ব্যবহারের অনুমতি পায়। বাজারে আসার আগে ১৮ বছরের উর্দ্ধে শুধুমাত্র সীমিত কিছু ক্ষেত্রে ব্যবহারের অনুমতি পেয়েছিল। এই ভ্যাকসিনের দুটি ডোজ ২৮ দিনের ব্যবধানে নেওয়া যাবে। তবে যারা বুস্টার ডোজ নিয়েছেন তারা নিতে পারবে না আপাতত।

Comments :0

Login to leave a comment