Fire crackers siezed

অবৈধ বাজি গুদামে তৃণমূলের পতাকাও, ধৃত কারখানা মালিক

রাজ্য জেলা

অবেধ বাজির গুদামে তৃণমূলের পতাকা। ছবি:অভিজিৎ বসু

দক্ষিণেশ্বরে বাজির মশলা মজুত রাখায় আটক শিবু দাসকে গ্রেপ্তার করল পুলিশ। তল্লাশির সময় পাওয়া যায় তৃণমূলের পতাকা ও টুপি। অভিযুক্ত ও শিবু দাসকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে জানা গেছে বারুদ মজুত বা বাজি ব্যবসার কোনরকম লাইসেন্স তার কাছে ছিল না । সম্পূর্ণটাই বেআইনি, অবৈধ। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে দক্ষিণেশ্বর থানার পক্ষ থেকে । শিবু দাস বাজি তৈরির কারখানার মালিক। বয়স প্রায় ৬৫। শিবু দাস এ পি আই পেপার মিলে কাজ করতেন। প্রায় ১০ বছর আগে পেপার মিল বন্ধ হয়ে যায় তারপরে এই বাজির ব্যবসা শুরু করেন। জানা গিয়েছে, ছেলে সক্রিয় তৃণমূল কর্মী। প্রায় ৩০০ কেজিরও বেশি বাজি তৈরির মশলা উদ্ধার করা হয় শিবু দাসের বাড়ি থেকে। ব্যারাকপুর কমিশনারেটের তরফে এই অভিযান চালানো হয়। দক্ষিণেশ্বর থানা এলাকার আড়িয়াদহের শ্রী গোপাল মল্লিক রোড এলাকায় মিলেছে বাজির মশলা। 

মঙ্গলবার রাতে পুলিশের তল্লাশির সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে চলে আসেন। বাজি ও বারুদের স্তূপে তৃণমূলের গাদা গাদা পতাকা ও টুপি উদ্ধারের খবর জানাজানি হতেই চাঞ্চল্য বাড়ে। চিত্র সাংবাদিকদের ছবি তোলার কাজে সদর্পে বাধা দিতে নামেন বাড়ির লোকজন । ‘গণশক্তি’-র চিত্র সাংবাদিক অভিজিৎ বসুর পরিচিতিপত্র কেড়ে নিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে তিনি পরিচিতিপত্র ফিরে পান ।

Comments :0

Login to leave a comment