Firing in Chopra

চোপড়ায় বচসা থেকে চলল গুলি, আতঙ্কে গ্রামবাসীরা

জেলা

মামা ও ভাগ্নের মধ্যে বচসায় চলল গুলি। ঘটনাটি চোপড়া থানার মদনভিটা গ্রামের। রবিবার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে গুলি চালানোর অভিযোগ উঠলেও কেউ জখম হয়নি। খবর পেয়ে চোপড়া থানার আইসি অমরেশ সিংহ নিজেই ঘটনাস্থলে পৌঁছান। যদিও এই ব্যাপারে কোন পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেনি বলে  পুলিশের ঘনিষ্ঠ সূত্রে খবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদনভিটা গ্রামের বাসিন্দা মহম্মদ লাদেনের বাবা বাড়ির কিছু ধান বিক্রি করতে চাইলে লাদেন এ ব্যাপারে আপত্তি করেন। পরে তাঁর মামা জামশেদ আলি এবিষয়ে হস্তক্ষেপ করেন। এতেই তর্কে জড়িয়ে পড়েন মামা ও ভাগ্নে। সেই সময় জামশেদ তাঁর ভাগ্নেকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ।
আতঙ্কে গ্রামবাসী পুলিশকে খবর দেন। চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। আইসি অমরেশ সিংহ বলেন,  মদনভিটা গ্রামে মামা ও ভাগ্নের বচসার জেরে গুলি চলার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত জামশেদ আলি পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

Comments :0

Login to leave a comment