সিমেন্ট উৎপাদনের কাঁচামাল বোঝাই মালগাড়ির বগি উল্টে আহত হল ৬ জন শ্রমিক। আসানসোল রেলওয়ে ডিভিশনের জামুড়িয়ার তপসি রেলওয়ে সাইডিং এ শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, রানিগঞ্জের মঙ্গলপুর ও জামুড়িয়া শিল্পাঞ্চলের সিমেন্ট কারখানার কাঁচামাল ক্লিঙ্কার খালাস হচ্ছিল মালগাড়িটিতে। স্থানীয় শ্রমিকরা মালগাড়ির ৪৩ নম্বর বগিটি খালি করার সময় হঠাৎ উল্টে যায়। ওই বগির মধ্যে থাকা ৬ জন শ্রমিক সিমেন্টের কাঁচামাল বোঝাই সামগ্রীর নিচে চাপা পড়ে যায়। সেই সময় বহু শ্রমিক মালগাড়ি থেকে কাঁচামাল খালাসের কাজ করছিলেন।
দুর্ঘটনার সাথে সাথে আশেপাশের বগিতে কর্মরত শ্রমিকেরা আহত শ্রমিকদের উদ্ধার করে রানিগঞ্জের এক বেসরকারি হসপাতালে নিয়ে যায়। আহত শ্রমিকদের প্রত্যেকেই জামুরিয়া থানার তপসি গ্রামের বাউরি পাড়া এলাকার বাসিন্দা। আসানসোল রেল ডিভিশনের রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছালেও রেল আধিকারিকরা এই দুর্ঘটনার কারণ প্রসঙ্গে কিছুই জানাতে চাননি। মাল গাড়িতে করে উড়িশা থেকে রানীগঞ্জ ও জামুরিয়া শিল্প তালুকের সিমেন্ট তৈরির কারখানার সিমেন্টের কাঁচামাল স্ল্যাগ নিয়ে আসা হচ্ছিল। হঠাৎই সেই মাল ভর্তি ওয়াগেন উল্টে যাওয়ায় ৬ শ্রমিক তাতে চাপা পড়ে যায়। এই সাইডিং এলাকায় বারবার দুর্ঘটনার কারণ এবং শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।
Comments :0