Law

ইউএপিএ থেকে মুক্তি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের

জাতীয়

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মাওবাদীদের সঙ্গে যোগসাজশের অভিযোগে দায়ের করা মামলায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জি এন সাইবাবা এবং আরও পাঁচজনকে বেকসুর খালাস করল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ।
বিচারপতি বিনয় জোশী এবং বিচারপতি বাল্মীকি এস এ মেনেজেসের ডিভিশন বেঞ্চ দায়রা বিচারক আপিলকারীদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন এবং অনুমোদন না পেয়ে প্রথম সাক্ষীকে পরীক্ষা করেছেন, এই ভিত্তিতে ছয় দোষীকে খালাস দিয়েছে। রায় পড়ে শোনানোর সময় বিচারপতি যোশী বলেন, দোষীদের জেলে রাখার মতো কোনও প্রমাণ নেই।
ইউএপিএ-র অধীনে নিম্ন আদালত তাদের দোষী সাব্যস্ত করেছিল এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। মাওবাদী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে ২০১৪ সালে তাদের গ্রেপ্তার করা হয়।

Comments :0

Login to leave a comment