AFC Asian Qualifiers

ভারতের বিরুদ্ধে খেলতে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

খেলা

Hamza Choudhury arrived in Bangladesh for play against India on 25th March

আগামী ২৫তারিখ বাংলাদেশের বিরুদ্ধে শিলংয়ে নামবে ভারত। এএফসি এশিয়ানের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচের আকর্ষণ বাড়িয়ে দিয়েছেন মূলত দুই দলের দুই ফুটবলাররা।  ভারতের হয়ে যেমন অবসর ভেঙে প্রত্যাবর্তন ঘটিয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী। তেমনই বাংলাদেশের হয়ে নামবেন হাই প্রোফাইল খেলোয়াড় হামজা চৌধুরী। লেস্টার সিটির প্রাক্তন খেলোয়াড় হামজা। বর্তমানে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। তার মা একজন বাংলাদেশী।বেশ কয়েকবছর আগেই একটি সাক্ষাৎকারে হামজা জানিয়েছিলেন যে তার আদি বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। এইবার তার সেই ইচ্ছা পূরন হতে চলেছে। খেলোয়াড় হিসেবে লেস্টারের হয়ে তিনি জিতেছেন এফএ কাপ , ইইএফএল চ্যাম্পিয়নশিপ এবং কমিউনিটি শিল্ড। এছাড়াও অনূর্ধ ২১ ইংল্যান্ড দলকেও প্রতিনিধিত্ব করেছেন হামজা। দক্ষিন এশিয়ার আপাতত সবথেকে হাই প্রোফাইল খেলোয়াড় তিনিই। তাই ভারতের কাছে এই ম্যাচটা বেশ কঠিন হতে চলেছে।

Comments :0

Login to leave a comment