Hate Speech by BJP's Pragya Singh

অস্ত্র তৈরি রাখুন হিন্দুরা, ফের বিদ্বেষভাষণে মুখর বিজেপি’র প্রজ্ঞা

জাতীয়

Hate Speech by BJPs Pragya Singh অক্টোবরে এনআইএ আদালতে হাজিরায় বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর।

বাড়িতে অস্ত্র রাখতে হবে। আর কিছু না হোক তরকারি কাটার ছুরিতে ধার দিয়ে রাখতে হবে। যারা ‘লাভ জিহাদ’ করে, তাদের মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে। আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে। এই ভাষাতেই বিদ্বেষভাষন দিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। 

মধ্য প্রদেশের ভোপালের এই সাংসদ রবিবার ভাষণ দেন শিবমোগ্গায়। ‘হিন্দু জাগরণ বেদিলে’ নামে উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সংগঠনের বার্ষিক সমাবর্তনে ভাষণ দেন তিনি। প্রজ্ঞা সিং ঠাকর এই প্রথমবারই বিদ্বেষ ভাষণ দিলেন এমন নয়। গান্ধীঘাতী নাথুরাম গডসের প্রশংসা করে বিদ্বেষভাষণ দিতে তাঁকে দেখা গিয়েছে আগেও। ২০০৮’র মালেগাঁও বিস্ফোরণের প্রধান আসামীও তিনি। মহারাষ্ট্রের মালেগাঁও শহরে প্রাণঘাতী বিস্ফোরণে প্রধান অভিযুক্ত দীর্ঘদিন জামিনে মুক্ত। 

প্রজ্ঞা বলেছেন, ‘‘সন্ন্যাসীরা বলেন পৃথিবী ঈশ্বরের সৃষ্টি। পৃথিবীকে পাপী এবং অত্যাচারীদের হার থেকে বাঁচাতে হবে। তবেই প্রকৃত ভালবাসা বাঁচবে।’’ এরপরই তাঁর নিদান, ‘‘লাভ জিহাদে দায়ী যারা তাদের হাত থেকেও পৃথিবীকে বাঁচাতে হবে। তার জন্য তৈরি থাকতে হবে।’’ 

কিভাবে বাঁচাতে হবে? প্রজ্ঞা বলেছেন, ‘‘ঘরে ঘরে অস্ত্র তৈরি রাখতে হবে হিন্দুদের। আর কিছু পাওয়া না গেলে তরকারি কাটার ছুরিই ধার দিয়ে রাখতে হবে। কেউ আক্রমণ করতে এলে যাতে মোকাবিলা করা যায়।’’ 

আরএসএস, তার রাজনৈতিক শাখা বিজেপি এবং নামে-বেনামে ছড়িয়ে থাকা উগ্র সাম্প্রদায়িক সংগঠন এই ভাষাতেই বিদ্বেষ তৈরি করে। ‘হিন্দুরা বিপন্ন’, এমন রব তুলেই উন্মত্ত বাহিনী তৈরি করা হয়। ধর্মীয় বিদ্বেষ বাড়ানো হয়। এর আগে হরিদ্বার, দিল্লির মতো একাধিক শহরে প্রকাশ্য সভা থেকে অস্ত্র হাতে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেওয়া হয়েছে ‘ধর্ম সংসদ’ থেকে। 

প্রজ্ঞা বলেছেন, ‘‘মিশনারী স্কুলেও বাচ্চাদের পড়াবেন না। তাহলে বৃদ্ধাশ্রমে থাকতে হবে।’’ 

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘প্রজ্ঞাকে মুখ সামলে চলার’ নির্দেশ দিয়েছিলেন বলে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। বিভিন্ন অংশেরই মত, বিজেপি বা আরএসএস’র সাজানো ছকেই এমন উন্মত্ত বিদ্বেষের আহ্বান। গেরুয়াবসন পরিয়ে এদের মুখ দিয়ে সময় বুঝে ভাষণ দেওয়ানো হয়। অর্থনীতি, বেকারি, মূল্যবৃদ্ধির তীব্র সঙ্কটের মধ্যে লোকসভা নির্বাচনে যাওয়ার আগে এমন ভাষণ বাড়বে বলেও মনে করছে বিভিন্ন অংশ। 

প্রজ্ঞা বলেছেন, ‘‘কখন কী হবে বলা তো যায় না। বাড়িতে ঢুকে পড়ে আক্রমণ হতে পারে। তাকে জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে আমাদের (হিন্দুদের)।’’

Comments :0

Login to leave a comment