অবৈধ সম্পত্তি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছর জেলের সাজা দিল ইসলামাবাদের আদালত। ইমরানের স্ত্রী বুশরা বিবিরও ৭ বছরের জেল হয়েছে।
শুক্রবার রাজধানী ইসলামাবদের কাছে জেলেই অস্থায়ী আদালতে রায় ঘোষণা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জানাচ্ছে, আল কাদির ট্রাস্টের নামে বেআইনি সম্পত্তি এবং জমি হাতানোর দায়ে ইমরান খান ও বুশরা বিবিকে দোষী ঘোষণা করে সাজা দিয়েছে আদালত। এই মামলাতেই বিচারাধীন বন্দি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বিবৃতিতে বলেছে যে রাজনৈতিক কারণে দলের নেতাকে ফাঁসানো হয়েছে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও তার তদন্ত হচ্ছে না।
এদিন রায় ঘোষণার আগে জেল এবং লাগোয়া চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকদের বিক্ষোভ বিভিন্ন সময়ে হিংসাত্মক চেহারা নিয়েছে।
ইমরানের বিরুদ্ধে অভিযোগ ‘বাহরিয়া টাউন লিমিটেড’-র নামে নিজের ক্ষমতা কাজে লাগিয়ে নিকাশি নালা সংলগ্ন জমি এবং টাকা তোলার। পাকিস্তানের সংবাদমাধ্যমে বলা হয়েছে বিপুল অঙ্কের অর্ত ব্রিটেনে সরানো হয়েছিল। ব্রিটেন তা ফেরত পাঠিয়েছে।
ইমরানের দলের নেতাদের দাবি, সমাজসেবামূলক ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন ইমরান। এই যোগাযোগ ব্যবহার করে তাঁকে ফাঁসিয়েছে শেহবাজ শরিফ সরকার।
Imran Khan conviction
দুর্নীতির মামলায় ১৪ বছরের সস্ত্রীক জেল ইমরানের
×
Comments :0