Women's Asia Cup

সপ্তমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

খেলা

champions, Women

সিলেট, ১৫ অক্টোবর— চলতি বাংলাদেশে চলা মেয়েদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করল মেইন ইন ব্লু বাহিনী। ম্যাচে সবচেয়ে বেশি চোখে পড়েছেন ভারতীয় দলের মিডিয়াম পেসার রেণুকা সিং। তিনি ভারতীয় বোলিং বিভাগকে পুরো নেতৃত্ব দিয়েছেন। ৩ ওভারে মাত্র ৫ রান খরচা করে প্যাভিলিয়নে ফেরিয়েছে শ্রীলঙ্কার মূল তিন ব্যাটারকে।
ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কান অধিনায়ক চামারী আতাপাত্তু প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাটে নেমে লঙ্কান ব্যাটাররা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। দুই ওপেনার ব্যাটার চামারী আতাপাত্তু ও আনুশকা সঞ্জীওয়ানি রান আউট হয়ে নিজেদের উইকেট খোয়ায়। তারপর আর সেভাবে কেউ দলের হাল ধরতে পারেনি। পিছনের সারির ব্যাটার ইনোকা রানাবীরার ১৮ রান টাই শ্রীলঙ্কা দলের সর্বাধিক রান। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভার বল খেলে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রানের নিম্নমানের স্কোর খাড়া করে ভারতীয় দলের সামনে।
ভারতীয় দলের বোলারদের মধ্যে উজ্জ্বলতম বোলাররা হলেন রেণুকা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় ও স্নেহা রানা। এঁদের তিন জনের সম্মিলিত উইকেট ৭টি। এবং বোলিং করার সময়ও রান দেওয়ার ক্ষেত্রে কৃপণতা দেখিয়েছেন তাঁরা।
মাত্র ৬৫ রান তাড়া করতে নেমে ভারতীয় দল ৮ ওভার ৩ বলেই জয়ের ইপ্সিত লক্ষ্যে পৌঁছে যায়। ব্যাট হাতে ভারতীয় দলের এক ওপেনার শেফালি ভর্মা রান করতে ব্যর্থ হলেও, স্মৃতি খেলেছেন ৫১ রানের অপরাজিত ইনিংস। মাত্র ২৫ বলের বিনিময়ে। সেখানে ছিল সুসজ্জিত চার ছয়ের বন্যা। এছাড়া অধিনায়ক হরমনপ্রীত কৌর ১১ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কান বোলারদের মধ্যে কেউই সেভাবে নজর কাড়তে পারেনি।
(ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন, ভারতীয় দলের রেণুকা সিং।
পুরো প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, ভারতীয় দলের দীপ্তি শর্মা।)  

সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা- ৬৫/৯ (২০ ওভার)
ইনোকা রানাবীরা (১৮*), ঐশাধি রণসিংহে (১৩), নীলাক্ষী ডি সিলভা (৬)।
ভারত- ৭১/২ (৮.৩ ওভার)
স্মৃতি মান্ধানা (৫১*), হরমনপ্রীত কৌর (১১*), শেফালি ভর্মা (৫)।
     

 

 

Comments :0

Login to leave a comment