প্রস্তাবিত মাশুল মানতে রাজি নয় শ্রীলঙ্কার নতুন সরকার। তার জেরে দু’টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হলো আদানি গ্রিন-কে। দেশের উত্তর অংশে মান্নার শহর এবং পোনেরিন গ্রামে এই দুই প্রকল্প হওয়ার কথা ছিল। আদানি গ্রিন বিবৃতি দিয়ে শ্রীলঙ্কার এই দুই বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়েছে।
আদানি গোষ্ঠী কিলোওয়াট পিছু যে দর দিয়েছিল তা নিয়ে আলোচনা হবে বলে গত মাসেই জানিয়েছিল শ্রীলঙ্কার বামপন্থী প্রধানমন্ত্রী দিশানায়েকে সরকার। আদানি গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্প নিয়ে সম্প্রতি বিরোধিতা করেছে বাংলাদেশও। শ্রীলঙ্কার বিভিন্ন অংশ বলেছে যে ছোট বায়ু বিদ্যুৎ প্রকল্পে অনেক কম খরচে উৎপাদন করা যায়। আদানির এই দুই প্রকল্পে প্রায় একশো কোটি ডলার বিনিয়োগ হওয়ার কথা ছিল বলে জানিয়েছে আদানি গ্রিন।
Adani power project
মাশুল চড়া, শ্রীলঙ্কার বিদ্যুৎ প্রকল্প বাতিল আদানির
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24129/67aefa43b554d_ADANI-POWER.jpg)
×
Comments :0