Indian Cough syrup banned in Uzbekistan

শিশুমৃত্যুর জেরে বন্ধ সিরাপ উৎপাদন

আন্তর্জাতিক

ভারতের ম্যারিয়ন বায়োটেকের তৈরি কাফ সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮শিশুর মৃত্যুর অভিযোগের পরে ডক ১ ম্যাক্স সিরাপ উৎপাদন বন্ধ করল ওই সংস্থা। কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) এই নিয়ে তদন্ত শুরু করার পরে উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সংস্থার আইনি প্রতিনিধি হাসান হ্যারিস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডবিয়া এদিন জানিয়েছেন উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই অভিযোগ জানানোর পরে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরেই ওই ফার্মা কোম্পানির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, তা স্থির করা হবে। উত্তর প্রদেশের এক সরকারি আধিকারিক এদিন জানিয়েছেন, ম্যারিয়ন বায়োটেক ডক ১ ম্যাক্স সিরাপ ভারতে বিক্রি করে না, উজবেকিস্তানে সরবরাহ করে। সংস্থার নয়ডার উৎপাদন কেন্দ্রে অনুসন্ধান শুরু হয়েছে। মান্ডবিয়াও জানিয়েছেন, নয়ডার কারখানা থেকে সিরাপের নমুনা সংগ্রহ করে চণ্ডীগড়ের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। 
উজবেকিস্তান বিষয়টি তোলার পরেই সিডিএসসিও লাগাতার সেই দেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ২৭ ডিসেম্বর থেকে। মান্ডবিয়া পরপর টুইটে জানিয়েছেন, উত্তর প্রদেশ ড্রাগ কন্ট্রোল এবং সিডিএসসিও যৌথ তদন্ত করছে। উজবেকিস্তান কর্তৃপক্ষ সরকারিভাবে দিল্লিকে না জানালেও বিদেশ মন্ত্রক উজবেকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলেও মন্ত্রী জানিয়েছেন। ম্যারিয়ন বায়োটেকের পক্ষে হাসান হ্যারিস জানিয়েছেন, আমাদের দিক থেকে উৎপাদনে কোনও ত্রুটি ধরা পড়েনি। দশ বছর ধরে আমরা উজবেকিস্তানের ওষুধ সরবরাহ করছি। অতীতে কোনও সমস্যা হয়নি। সরকারের অনুসন্ধান রিপোর্ট আসুক। তারপর আমাদের বিষয়টি দেখতে হবে। ততদিন উৎপাদন বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগে জাম্বিয়ায় অভিযোগ উঠেছিল, ভারতে তৈরি কাফ সিরাপ খেয়ে সেই দেশে ৭০ শিশুর মৃত্যু হয়েছে। —পিটিআই   
 

Comments :0

Login to leave a comment