রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামবে ভারত ও নিউজিল্যান্ডে। খেলা শুরু দুপুর ২: ৩০টেয়। গ্রুপ পর্যায়ের ম্যাচে কিউইদের হারিয়েছিল ভারত। তবে স্যান্টনারের দল এখন বেশ পরিণত। গত ম্যাচে রাচীন রবীন্দ্র ও কেন উইলিয়ামস দুইজনেই শতরান করেছিলেন। ফলে ভারতের চার স্পিনার জাদেজা, কুলদীপ , বরুণ ও অক্ষরকে যথেষ্টই সংযত থাকতে হবে । তবে ভারতের মাত্র দুই পেসার শামি ও হার্দিক রয়েছেন। নিউজিল্যান্ড টার্গেট করতে পারে হার্দিকের জায়গাটিকেই।অন্যদিকে বিরাটের ৫২তম একদিনের ক্রিকেটের শতরান দেখতে মুখিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। দুবাইয়ের মাঠে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছেন। ফলে এই স্টেডিয়ামের পিচ সম্পর্কে বেশ ভালোমতোই ধারণা রয়েছে নিউজিল্যান্ডের। মোট ৬৫বারের মুখোমুখি সাক্ষাতে ভারতের জয়ের সংখ্যা ২২ এবং নিউজিল্যান্ডের ১৬ । তবে শেষ দুটি ফাইনালে ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ( তৎকালীন আইসিসি নকআউট ট্রফি ) ফাইনালে সৌরভ গাঙ্গুলীর ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড এবং ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ( WTC ) ফাইনালেও হারিয়েছিল ভারতকে । ফলে এই ট্রেন্ড বদলাতেও রবিবার নামবেন রোহিতরা।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ - রোহিত , বিরাট , গিল , শ্রেয়স, রাহুল , হার্দিক, কুলদীপ, শামি , অর্শদীপ, জাদেজা এবং বরুণ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ - রাচিন রবীন্দ্র , কনওয়ে , কেন , মিচেল , টম লাথাম, গ্লেন ফিলিপস , ব্রেসোভেল , স্যান্টনার , জামিসন, ডাফী ও রুরকে ।
আপডেট - টসে জিতে ব্যাট নিয়েছেন স্যান্টনাররা । খেলছেননা ম্যাট হেনরি। ক্রিজে রয়েছেন ওপেনিং জুটি রাচীন রবীন্দ্র ও উইল ইয়ং । নিউজিল্যান্ডের কাছে টার্গেট থাকবে প্রথম ইনিংসে ৩০০ এর উপর রান তোলা। ফলে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের দ্বারা রোহিত , গিল , বিরাটদের চাপে ফেলতে পারবে কেন উইলিয়ামসরা।
Comments :0