INDIA VS MALAYSIYA

সুনীলের গোল , মালয়েশিয়াকে হারাল ভারত

খেলা

India vs malysiya frendly match

মালয়েশিয়াকে হারাল ভারত । গোল পেলেন সুনীল ছেত্রী। শিলংয়ে ফ্রেন্ডলি ম্যাচে মালয়েশিয়াকে ৩-০ গোলে হারাল ভারত। প্রথমার্ধের ৩৩ মিনিটে কর্নার থেকে হেডে প্রথম গোল রাহুল ভেকের। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে আবারো কর্নার থেকেই হেডে গোল এল। এবারের গোলদাতা লিস্টন কোলাসো। ৭৫ মিনিটে  লিস্টোনের সেন্টার থেকেই গোল পেলেন ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী। কোনো গোল না এলেও। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে । আগামী ২৫ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ানের যোগ্যতাঅর্জন ম্যাচের আগে এই জয় যথেষ্টই আত্মবিশ্বাস দেবে মানালো মার্কেজের দলকে। 


 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন