সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে পরের ম্যাচটিকে ঘিরে। দুই সর্বোচ্চবার চ্যাম্পিয়ন দল চেন্নাই ও মুম্বই নামবে সন্ধ্যায়। হলুদ বাহিনীর গুহায় ঢুকবেন রোহিত , সূর্যকুমাররা। নির্বাসনের কারণে এই ম্যাচে নেই হার্দিক। অধিনায়কত্ব সামলাবেন সূর্যকুমার। রোহিত ছাড়াও ব্যাটিংয়ে রয়েছেন তিলক বর্মা এবং মিচেল স্যান্টনার। চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্ররা রয়েছেন। ফিনিশার হিসেব থাকছেন স্বয়ং ধোনি। ফলে এই ম্যাচটি বেশ আকর্ষনীয় হতে চলেছে। ৩৭ বারের মুখোমুখি সাক্ষাতে পাল্লা ভারী মুম্বইয়ের। তারা জিতেছে ২০ বার এবং ১৭ বার জিতেছে চেন্নাই।
Comments :0