রবিবার আই লিগে কল্যানীতে দিল্লি এফসির বিরুদ্ধে বড় জয় পেলো ইন্টার কাশি । ৫ -১ গোলে জিতল হাবাস ব্রিগেড। ম্যাচে হ্যাটট্রিক করেন মরোক্কান ফুটবলার ডমি বার্লাঙ্গা ( ৩২ , ৫৭ ও ৫৯ মিনিট ) , লালরেন্দিকা ও নিকোলা গোল পেলেন ৬২ ও ৬৮ মিনিটে । দিল্লির হয়ে একমাত্র গোল হিমাংশু ঝাঙ্গরার । পর পর দুটি ঘরের মাঠে ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে হাবাসের ইন্টার কাশি। পরের মরশুমে আইএসএল খেলার লক্ষ্যে একধাপ এগোল তারা । তবে এখনো যেতে অনেক পথ ।
ISL: KASHI
কল্যাণীতে বড় জয় ইন্টার কাশির
×
Comments :0