রাফায় রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালালো ইজরায়েল। নিহত হয়েছেন অন্তত পাঁচ ত্রাণকর্মী। আহত হয়েছে বারোজনের বেশি।
গাজাই কেবল নয়, অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কেও হামলা চালায় ইজরায়েল। ইজরায়েলের সেনার গুলিতে ওয়েস্ট ব্যাঙ্কেও চার নাগরিক নিহত হয়েছেন।
প্যালেস্তাইনের ৩১ হাজারের বেশি নাগরিক নিহত হয়েছেন ইজরায়েলের সেনার হানায়। তার মদ্যে বুধবার ফের রাফায় বসতি এলাকায় সেনা অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভে গ্যালান্ট।
ইজরায়েলের প্রতিরক্ষা বিষয়ক বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব এদিন অনুমোদন করিয়েছে নেতানিয়াহু সরকার। গ্যালান্টের হুমকি, ‘‘প্যালেস্তিনীয়দের জন্য কোনও জায়গা নিরাপদ নয়। গাজা তো নয়ই, মধ্য প্রাচ্যের কোথাও নিরাপদে থাকতে পারবে না।’’
ইজরায়েলের প্রধান মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যমে বাইডেন প্রশাসনের ত্রাণ দেওয়ার খবর প্রচার হচ্ছে। তবে ত্রাণকর্মীরা এসবকে নাটকই বলছেন। কেননা আমেরিকার মদতেই ভয়াবহ তাণ্ডব চালিয়ে যেতে পারছে ইজরায়েল। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা।
এদিন রাষ্ট্রসঙ্ঘের প্যালেস্তিনীয় উদ্বাস্তু ত্রাণ বিষয়ক বিভাগের দপ্তরে হামলা চালায় ইজরায়েল। বিভাগের কমিশনার ফিলিপ লাজারিনি বলেছেন, ‘‘কয়েকটি মাত্র ত্রাণ শিবির আর কাজ চালাতে পারছে। গাজায় গুঁড়িয়ে গিয়েছে বেশিরভাগ শিবির। এবার সেখানেও হামলা চলছে। এর আগে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষকে গুলি করে মেরেছে ইজরায়েলের সেনা।’’
রাষ্ট্রসঙ্ঘ বারবার বলছে, গাজার বিপুল জনসংখ্যা দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে রয়েছে।
RAFAH RELIEF CENTER
রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ শিবিরে গুলি ইজরায়েলের, নিহত ৫
×
Comments :0