'JANATAR CASEBOOK'

আক্রান্তদের পাশে দাঁড়াতে ‘জনতার কেসবুক’ সিপিআই(এম)’র

রাজ্য

লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সন্দেশখালি। আক্রান্তদের পাশে থাকতেই ‘জনতার কেসবুক’।

সন্দেশখালির পর রাজ্যের অন্যান্য এলাকাতেও লুটেরাদের হাতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে ‘জনতার কেসবুক’ খুললো সিপিআই(এম)। অনলাইনে অভিযোগ জানানোর এই ফর্মটি চালু করে বুধবার সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, এর আগে আমরা ‘পাহারায় পাবলিক’ কর্মসূচীতে মানুষের সাড়া পেয়েছিলাম, তারপরে গ্রাম জেগেছে, মানুষ ‘চোর ধরো’ বলে রাস্তায় নেমেছে। কিন্তু রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন মানুষের কাছ থেকে অভিযোগ নিতেও চায় না, লুট দুর্নীতির তথ্যও প্রকাশ করতে চায় না। সন্দেশখালির মানুষকে তাই ন্যায়বিচার পেতে রাস্তায় নামতে হয়েছে। রাজ্যে এরকম আরও অনেক সন্দেশখালি আছে। সরাসরি মানুষ যাতে নিজেদের এলাকায় লুট দুর্নীতি নির্যাতন সম্পর্কে অভিযোগ জানাতে পারেন তার জন্যই আমরা ‘জনতার কেসবুক’ চালু করছি। সিপিআই(এম)’র পক্ষ থেকে একটি লিঙ্ক এবং কিউআর কোড দিয়ে মানুষকে অভিযোগ জানানোর জন্য আহবান জানানো হয়েছে। তাতে ক্লিক করে অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে জানাতে বলা হয়েছে, সন্দেশখালির মতো কোনো ঘটনা এলাকায় পাড়ায় গ্রামে ঘটেছে কিনা। নির্যাতন, জমি লুট, প্রাকৃতিক সম্পদ বা সরকারি সম্পদ লুট, পরিবেশ ধ্বংসের তথ্য জনতার কেসবুকে দায়ের করতে বলা হয়েছে। অভিযোগকারীর নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন ও নিরাপদ রাখার আশ্বাসও দেওয়া হয়েছে। মহম্মদ সেলিম বলেছেন, অভিযোগ পেলে আমরা আইনী সাহায্য দেবো, রাস্তায় নেমে লড়াই সংগঠিত করে প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করবো। ইনসাফের জন্য লালঝাণ্ডার কর্মীরা লড়বেন। সাম্প্রদায়িক রাজনীতির জন্য ধর্মের সুড়সুড়ি নয়, প্রত্যেক অপরাধীর শাস্তির জন্য, প্রতিটি বঞ্চনার হিসেব বুঝে নিতে লড়াই হবে শেষতক।

Comments :0

Login to leave a comment