JUSTICE GANGULY on SANDESHKHALI

তদন্ত আটকাতে মামলা চলছিল, এখন হামলাও: ক্ষোভ বিচারপতির

রাজ্য জেলা

কল্যাণীতে ভাষণরত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।

তদন্ত আটকাতে এর আগে মামলা মোকদ্দমা করা হচ্ছিল। এখন তদন্তকারীদের ওপর হামলা হচ্ছে। 
শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলা প্রসঙ্গে এই মর্মে খেদ জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কল্যাণীতে বঙ্গ সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার এই মন্তব্য করেন তিনি। 
বিচারপতি গাঙ্গুলি বলেন, ‘‘কোনও অন্যায়, কোনও তদন্তের নির্দেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। মানুষের পয়সায় মামলা চলছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। কিন্তু কী করার জন্য যাওয়া হচ্ছে। আমি তো জানতে চাইব এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মোট কত কোটি টাকা খরচ করল পশ্চিমবঙ্গ সরকার।’’
এদিন সকালে ঘটনার পর হাইকোর্টেই খেদ জানিয়েছিলেন বিচারপতি। সেই প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ‘‘আমি রাজ্যপালের পদক্ষেপ চাইনি। আমি বলেছিলাম কেন রাজ্যপাল এখনও ঘোষণা করছেন না পশ্চিমবঙ্গে সাংবিধানিক ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে।’’ 
আরেক প্রশ্নে তিনি বলেন, ‘‘আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাঁর রাত বারোটার মধ্যে ইডি’র অফিসে হাজিরা দেওয়া উচিত।’’ 
এদিন অনুষ্ঠানে ভাষণে দুঃসাহসের প্রসঙ্গ তোলেন তিনি। দুঃসাহস প্রসঙ্গে তিনি বলেন, এই দুঃসাহস থেকেই বিভিন্ন ভয়ানক দুর্নীতি হচ্ছে, বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টা হচ্ছে। এমন ‘ক্রিমিনালিটি’ যেখানে যাঁরা তদন্ত করতে যাচ্ছেন তাঁদেরকে পর্যন্ত প্রহার করা হয়।’’

Comments :0

Login to leave a comment