হেনস্তার জন্য দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারিকে দায়ী করছেন কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার। উত্তর পূর্ব দিল্লি কেন্দ্রে প্রার্থী কানহাইয়া।
শুক্রবার কানহাইয়ার দিকে কালি ছুঁড়েছিল একদল লোক। নিউ উসমানপুর এলাকায় কংগ্রেসের কাউন্সিলর ছায়া শর্মার সঙ্গে দেখা করে বেরচ্ছিলেন কানহাইয়া। শনিবার তিনি বলেন, ‘‘মনোজ তিওয়ারি বুঝছেন যে এখানকার বাসিন্দারা তাঁকে খারিজ করছেন। আমার ওপর হামলা চালানো হয়েছে সেজন্য।’’
শনিবার সাংবাদিক সম্মেলনে কানহাইয়ার আরও অভিযোগ, ‘‘নিজের কাজ সম্পর্কে বলতে পারছেন না মনোজ তিওয়ারি। কেবল আমার নামে কারসাজি করা ভিডিও ছাড়ছেন। মিথ্যা রটাচ্ছেন। সাধারণ মানুষকে আমার বিরুদ্ধে উসকে দিতে নেমেছেন।’’
কানহাইয়া বলেছেন, ‘‘উত্তর পূর্ব দিল্লির জনতার তরফ থেকে একাধিক প্রশ্ন করা হয়েছে বিজেপি প্রার্থীকে। কিন্তু তিওয়ারি মানুষের সমস্যা নিয়ে আলোচনায় আগ্রহী নন একেবারেই।’’
এদিনই পাঞ্জাবে অমৃতসরের কাছে আজনালায় কংগ্রেসের মিছিলে গুলি চালানো হয়। কংগ্রেস প্রার্থী গুরজিৎ সিং-কে নিয়ে চলছিল প্রচার মিছিল। অমৃতসর থেকে গতবারও জয়ী হন গুরজিৎ সিং আউজলা। তিনি আবার প্রতিদ্বন্দ্বী ‘আপ’ প্রার্থীকে ঘিরে সন্দেহ জানিয়েছেন। গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন।
KANHAIYA KUMAR
হেনস্তায় দিল্লির বিজেপি সভাপতিকে দায়ী করছেন কানহাইয়া
×
Comments :0