Bhima Koregaon memorial

মাহারদের লড়াইয়ের স্মৃতি ভাঙার আর্জি কর্ণি সেনার

জাতীয়

উচ্চ বর্ণ ও ব্রাক্ষণদের বিরুদ্ধে লড়াইয় করে ইতিহাসে জায়গা করেছিল মহারাষ্ট্রের দলিত মাহাররা (Mahar)। ভীমা কোরেগাঁয়ের লড়াই এই কারণেই দেশের সমস্ত দলিত ও প্রান্তিক মানুষের কাছে বিশেষ উল্লেখ্য বিষয়। ১৮২১’র সেই লড়ায়ের একটি স্মৃতিসৌধও আছে পুনেতে। প্রতিবছর ১ জানুয়ারি মহা সমারোহে সেখানে উচ্চ বর্ণের বিরুদ্ধে নিজেদের লড়াইয়ের দিনকে স্মরন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলিত, আদিবাসী ও প্রান্তিক মানুষেরা।


১ জানুয়ারির আগে এবার ঐতিহ্যবাহী সেই ভীমা কোরেগাঁওর (Bhima Koregaon) ভেঙে ফেলার আর্জি জানাল কর্নি সেনারা (Karni Sena)। স্মৃতিসৌধকে মহারাষ্ট্র সরকারকে লিখিতভাবে সেই আবেদন জানায় তারা। রাজপুত কর্ণি সেনার দাবি এই স্মৃতিসৌধ ভীমা কোরেগাঁওয়ের জয় নয় বরং ব্রিটিশদের হাতে মারাঠাদের হারের স্মৃতি। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে চিঠি লিখে স্মৃতি সৌধ ভেঙে ফেলার আর্জি জানালেন মাহারাষ্ট্রের কর্নি সেনার নেতা অজয় সেনেগার। তার দাবি ব্রিটিশদের সাহায্য নিয়ে মাহাররা মারাঠা ব্রাক্ষন পেশওয়াদের পরাজিত করেছিল। যদিও কর্ণি সেনার এই দাবি তীব্র কটাক্ষ করেছেন বিরোধী নেতারা।

Comments :0

Login to leave a comment