Kashmir Water

শৈত্যপ্রবাহ অব্যাহত কাশ্মীরে

জাতীয়

প্রবল ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর। রীতিমতো জমে যাচ্ছে ভূস্বর্গ। ভূস্বর্গের নানা স্থানে বৃহস্পতিবারও হিমাঙ্কের অনেকটাই নিচে থাকল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ঠান্ডা এতটাই বেশি যে, জমে যাচ্ছে শ্রীনগরের ডাল লেক, বরফের হালকা আস্তরণ পড়ে গিয়েছে ডাল লেকে। এই মরশুমের শীতলতম দিন উপভোগ করল জম্মু, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে গত দুই রাতের জন্য সর্বনিম্ন মাইনাস ৪.৮ রেকর্ড করা হলেছে। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস। পহেলগামে পারদ নেমে মাইনাস ৫.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তুষারপাতের জেরে এখানকার রাস্তাঘাট, গাছের চূড়ো থেকে পর্বতের চূড়ো পর্যন্ত সর্বত্র সাদা বরফে ঢাকা। প্রকৃতির এই রূপ পর্যটকরা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন।
 

Comments :0

Login to leave a comment